শুক্রবার (১১ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা বলয়ের নানা চিত্র দেখা গেছে।
বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বরে দেখা যায়, রাজু ভাস্কর্যের দিকে যেতে রাস্তার দুই দিক বেরিকেড দিয়েছে পুলিশ। সেখান দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
রাজু ভাস্কর্যের দিক থেকেও একই পরিস্থিতি দেখা গেছে। এই দুই প্রবেশ পথ দিয়ে সম্মেলনে আসবেন সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা।
আর রমনা পার্কের দিক দিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট অতিথিরা। তাই এ গেট দিয়ে সম্মেলনের কেউ প্রবেশ করতে পারবেন না।
আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব, আর্মড পুলিশ ও এসএসএফ এর সদস্যরা মোতায়েন রয়েছে। ডিবি, এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে নিয়োজিত রয়েছেন।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, প্রধানমন্ত্রী আসবেন তাই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যে কোন পরিস্থিতি এড়াতে সতর্ক থাকবে পুলিশ। এজন্য সরবরাহ করা কার্ড ছাড়া সম্মেলনে কাউকে ঢুকতে দেওয়া হবে না।