,

it-shop.Com

আরজু-পরীর ‘আনকাট’ ছাড়

Spread the love

অনলাইন ডেস্ক :‘আনকাট’ সেন্সর ছাড়পত্র পেলো জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক কায়েস আরজু অভিনীত ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’।

ছবিটি গতকাল মঙ্গলবার আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম। আগামী ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির মুক্তি প্রসঙ্গে আমাদের সময় অনলাইনকে শামীম বলেন,‘সেন্সর বোর্ড ছবিটি সম্পর্কে ইতিবাচক কথা বলেছে। ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। পরিস্থিতি যদি পক্ষে থাকে তাহলে অবশ্যই ঈদে মুক্তি দেবো ছবিটি।’

চিত্রনায়ক কায়েস আরজু বলেন,সুন্দর একটি গল্পের ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’।দর্শক ছবিটি দেখলেই তা বুঝতে পারবে। আশা করি তারা ছবিটি দেখে নিরাশ হবে না।’

আরজু-পরীমনি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ,ডন প্রমুখ।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর