,

it-shop.Com

কলাপাড়ায় দশম শ্রেণির ছাত্রী পাঁচদিন নিখোঁজ

Spread the love

দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ঝর্ণা বেগম (১৪) গত ৫ এপ্রিল সকাল থেকে নিখোঁজ রয়েছে। শ্রমজীবি পরিবারের এই স্কুল ছাত্রীকে মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়েছে বলে তার মা রাজিয়া বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে এক সন্তানের জনক হোচেন হাওলাদার (২৮) ঝর্ণাকে অপহরন করে নিয়ে গেছে। একটি মোটর সাইকেলে জোর করে তুলে নেয় বলে ঝর্ণার মায়ের দাবি। এরপর থেকে ঝর্ণার আর কোন খোঁজ মেলেনি। বর্তমানে ঝর্ণার খোঁজসহ উদ্ধারের জন্য ঘুরছেন মা রাজিয়া বেগম। তিনি আরও জানান স্কুলে যাওয়া-আসার পথে প্রায় সময় বখাটে হোচেন হাওলাদার উত্যক্ত করত। কুপ্রস্তাব দিত। এঘটনায় আদালতে মামলা করবেন বলে নিখোঁজ ঝর্ণা বেগমের মা রাজিয়া বেগম জানিয়েছেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর