,

it-shop.Com

খাগড়াছড়িতে ৭২ ঘণ্টা হরতালের ডাক

Spread the love

অনলাইন ডেস্ক : মাইক্রোবাসচালক মো. সজিবের হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃতদের উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে আগামীকাল রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শনিবার সকালে ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা এ কর্মসূচি ঘোষণা করেন।

জানা গেছে, খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এসময় বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ চেঙ্গী স্কয়্যার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে সজীবের হত্যাকারীদের বিচার ও খাগড়াছড়ি মাইসছড়ি থেকে অপহৃত তিন বাঙালি ব্যবসায়ীর মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে সংগঠনটি। তবে রোববার এর মধ্যে অপহৃতদের উদ্ধার করা না হলে মঙ্গলবার (৭২ ঘণ্টা) পর্যন্ত হরতাল পালন করবে সংগঠনটি।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মো. মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, বিশেষ অতিথি ও পার্বত্য অধিকার ফোরামের মাটিরাঙা উপজেলা উপজেলা আহ্বায়ক মো. এস এম হেলাল, জেলা সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দীন মাহিসহ প্রমুখ।

এদিকে সজিব হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি রেন্ট এ কার চালক মালিক সমিতি। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরের দিকে খাগড়াছড়ি-নানিয়ারচর সড়কের বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে মাইক্রোবাসচালক সজিব ছাড়াও ইউপিডিএফের (গণতান্ত্রিক) শীর্ষ নেতা তপন জ্যোতি চাকমাসহ পাঁচজন নিহত হন।

এ ঘটনায় মাইক্রোবাসে থাকা অপর আটজন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর