,

it-shop.Com

স্বর্গ ও নরক কি সত্যিই রয়েছে! কী জানাচ্ছেন ধর্ম ও বিজ্ঞানের মানুষ

Spread the love

অনলাইন ডেস্ক :
বিশেষজ্ঞরা জানান, ফাদার টম ও এবেন— দু’জনেই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স প্রাপ্ত হয়েছিলেন। এমন অবস্থায় মৃত্যুর পরের অভিজ্ঞতা ক্ষণিকের জন্য হলেও পাওয়া যায়।

স্বর্গ ও নরকের ধারণা কি সত্য? সহজ যুক্তিতে সেটা জানা সম্ভব নয়। কারণ, এই দুটো জায়গায় যাওয়া যায় মৃত্যুর পরেই। এবং সেই কারণেই এই দুই স্থান থেকে ফিরে এসে কেউ জানাতে পারেননি, জায়গা দু’টির অস্তিত্ব সম্পর্কে। ফলে এই কথাই আমরা সাধারণত বলে থাকি, স্বর্গ বা নরক আমাদের মনের মধ্যেই। অথবা এই পৃথিবীতেই আমাদের কৃতকর্ম আমাদের স্বর্গবাস অথবা নরকযন্ত্রণা ভোগের অভিজ্ঞতা দান করে। কিন্তু সত্যিই কি তাই? স্বর্গ বা নরক থেকে কি কেউই ‘ফিরে’ আসেননি?

নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতাপ্রাপ্তরা কিন্তু অনেকেই ভিন্ন কথা বলেন। এখানে একজনের কথা বলা যাক। ১৯৮৫ সালের ১৪ এপ্রিল কেরলের ধর্মযাজক ফাদার টম মানিয়াঙ্গাত উত্তর কেরলে এক ধর্মীয় অনুষ্ঠানেই যাচ্ছিলেন। পথে তাঁর গাড়ির সঙ্গে একটি জিপের ধাক্কা লাগে। এবং এই দুর্ঘটনায় ফাদার টম মারা যান। অর্থাৎ তাঁর দেহ থেকে জীবনের সমস্ত লক্ষণই লোপ পায়।
এবেলা.ইন

it-shop.Com

     এই বিভাগের আরও খবর