,

it-shop.Com

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মশাল মিছিল

Spread the love

অনলাইন ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা চাকরির বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শুক্রবার (মে ০৪) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আবারও শাহবাগে গিয়ে সম্পন্ন হয়।

আন্দোলনকারীদের সমন্বয়ক আল আমিন বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল। তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ বছর। যখন ৫০ ছাড়লো তখন প্রবেশের সময়সীমা ৩০ করা হল। বর্তমানে দেশের গড় আয়ু যখন ৭২ হলেওও বয়সসীমা অপরিবর্তিত রয়ে গেছে। তাই অবিলম্বে চাকরির প্রবেশের বয়সসসীমা ৩৫ করতে হবে।

শনিবার (মে ০৫) সকাল ১১টায় প্রতীকী কফিন মিছিল বের করার কর্মসূচি ঘোষণা দেন তিনি।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর