,

it-shop.Com

 দোলন এবার মুখ খুললেন আসিফ ইস্যুতে

Spread the love

অনলাইন ডেস্ক : মডেল-অভিনেতা কাজী আসিফের সঙ্গে অভিনেত্রী দোলনদের সম্পর্ক রয়েছে বলে দাবি তার স্ত্রী শামীমা আক্তার অনির। এবার এই বিষয়ে মুখ খুললেন দোলন দে। দোলন বলেন, আসিফ ভাইয়া তো মালয়েশিয়ায় ছিলেন শুটিংয়ে। আমিও ছিলাম মালয়েশিয়ায় একই শুটিংয়ের কাজে। শুটিং শেষ করে যখন আমরা বাংলাদেশে আসি তখন বাংলাদেশের ইমিগ্রেশনে ভাইয়াকে গ্রেপ্তার করে। আমি সেখানে এক ঘণ্টা দাঁড়িয়েছিলাম।
আমার দাঁড়িয়ে থাকার কারণ ছিল, পুলিশ যখন আসিফ ভাইয়াকে নিয়ে যায় সে সময়ে আসিফ ভাই তার বোর্ডিং পাসের কার্ডটা আমাকে দেয়। আমি সেটা নিয়ে তার জন্য অপেক্ষায় ছিলাম। এখন সে না আসা পর্যন্ত তো তার কার্ডটা আমি তাকে দিতে পারছিলাম না। আমি তখনো এতকিছুই জানতাম না। অনেক সময় পাসপোর্টের প্রোফাইল আসতে দেরি হয় তাই ভাবলাম এমন কোন ঝামেলা কিনা তাই তার আসার অপেক্ষায় ছিলাম। যখন অনেক বেশি দেরি হচ্ছিল তখন আমি সেখানকার একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করি যে আসলে বিষয়টা কি? তখন সেই পুলিশ কর্মকর্তা আমাকে জানালেন, আপনার সঙ্গে যিনি ছিলেন উনার একটু ঝামেলা আছে, আপনি যদি চান তাহলে চলে যেতে পারেন। পরে আমি জানতে পারি, অর্নি ভাবীর করা মামলায় আসিফ ভাই এরেস্ট হইছেন। আমার সঙ্গে আসিফ ভাইয়ের অন্য কোনো সম্পর্ক নেই।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর