,

it-shop.Com

টেস্ট র‍্যাংকিংয়ে প্রথমবার ৮ম বাংলাদেশ

Spread the love

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর ফলে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ এখন চার্টের নবম অবস্থানে নেমে গেছে।
আজ মঙ্গলবার আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

আইসিসির নতুন তালিকায় বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫। অন্যদিকে আট পয়েন্ট পিছিয়ে ক্যারিবিয়ানদের রেটিং ৬৭। বাংলাদেশ থেকে মাত্র ১১ পয়েন্ট বেশি নিয়ে সপ্তম অবস্থানে আছে পাকিস্তান।
আইসিসির নতুন তালিকায় ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে রীতিমত সবার উপরে আছে ভারত। ১১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে ১০৬ পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বরে আছে অস্ট্রেলিয়া। চতুর্থ অবস্থানে আছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১০২। ৯৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করে আছে ইংল্যান্ড। মাত্র চার পয়েন্ট কমে শ্রীলঙ্কা আছে ষষ্ট স্থানে।
২০১৫ সালের শুরুতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট খুব কাছাকাছি ছিল। পয়েন্টে দেখা যায়, তখনকার মৌসুমে বাংলাদেশ ১৮টি টেস্টের মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয়লাভ করে। অন্যদিকে ইন্ডিজরাও ১৮টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় বাংলাদেশের আগে অবস্থান করে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর