,

it-shop.Com

নাটোরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

Spread the love

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে শহরের আলাইপুরস্থ উত্তরা সুপার মার্কেট এলাকায় এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু সহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বাড়ি নির্মাণে স্বল্প সুদে ঋণ দেওয়া সহ অনেক সুবিধা দিয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানরা ভাল করে লেখাপড়া করলে তাদের কোটা পদ্ধতির কোন প্রয়োজন হবে না। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার নুরুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার আবুল হোসেন সহ মুক্তিযোদ্ধারা। ৮ শতাংশ জমির ওপর এই ভবন নির্মানে ব্যায় ধরা হয়েছে দুই কোটি ২২ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর