,

it-shop.Com

অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন ক্রিকেটার রুবেল

Spread the love

অনলাইন ডেস্ক : মডেল ও নায়িকা নাজনিন আক্তার হ্যাপি আর ক্রিকেটার রুবেল হোসেনের কথা মনে আছে নিশ্চয়ই। ২০১৪ সালের শেষ দিকে হ্যাপির সাথে প্রেমঘটিত সম্পর্কে জেরে আলোচনায় আসেন তারকা ক্রিকেটার পেসার রুবেল হোসেন। সে সময় বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় রুবেল-হ্যাপি গল্পের সমাপ্তি ঘটে। সেই রুবেল বিয়ে করেছেন অনেক আগেই। কিন্তু এতদিন পর তিনি স্ত্রীকে প্রকাশ্যে আনলেন।

শনিবার নিজের ফেসবুক পেজে স্ত্রীর সাথে তোলা দুটো ছবি আপলোড করছেন রুবেল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী।’

জানা গেছে, ২০১৬ সালে ঘটা করে বিয়ে করেন রুবেল হোসেন। তার স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা। কিন্তু বিয়ে সম্পর্কিত বিষয়টি সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন রুবেল। অবশেষে তিনি ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনলেন।

রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি।
কয়েক দিন আগে ফেসবুকে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ
এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন।

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। তিনি এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। -ফেসবুক থেকে

it-shop.Com

     এই বিভাগের আরও খবর