,

it-shop.Com

সাকিবের ৩০০ উইকেটের মাইলফলক র্স্পশ টি-টোয়েন্টিতে

Spread the love

অনলাইন ডেস্ক :

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। জাতীয় দলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ২৬০ ম্যাচে এই রের্কড গড়লেন তিনি।

মঙ্গলবার আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইর্জাস হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে বিশ্বের পঞ্চম বোলার হিসেবে এমন রের্কড গড়েন সাকিব আল হাসান।

এ তালিকায় ৪১৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন ওয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। এরপর শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৩৪৮), সুনীল নারাইন (৩২৫) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর