,

it-shop.Com

কলারোয়ায় শ্লীলতাহানীর শিকার ৮ বছরের শিশু

Spread the love

অনলাইন ডেস্ক :

সাতক্ষীরার কলারোয়ায় ৮ বছরের এক শিশু শ্লীলতাহানীর শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানী পলাতক রয়েছে। শিশুটির মা বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা ও স্থানীয় এলাকাবাসীরা জানান, শুক্রবার সকালে শিশুটি বাড়ির পাশে জাহাঙ্গীরের মুদি দোকানে খাবার কিনতে গেলে জাহাঙ্গীর তাকে ফুসলিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার করলে দোকানী তাকে ছেড়ে দিলে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে সব ঘটনা জানায়। এরপর শিশুটির মা কলারোয়া থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মুদি দোকানী জাহাঙ্গীর একই এলাকার মাসুদুর রহমানের ছেলে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলা নং-৩৪ (২০/০৪/১৮)। নিপীড়নকারী জাহাঙ্গীরকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করা হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর