,

it-shop.Com

নাটোরের ৫৪ বোতল ফেনসিডিলসহ শ্বাশুড়ি-পুত্রবধূ আটক

Spread the love

অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম থানার মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিলসহ শ্বাশুড়ি ও পুত্রবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো-বড়াইগ্রাম থানা মোড় এলাকার আব্দুল হালিমের স্ত্রী জাহানার বেগম (৫০) ও তার ছেলে শাহীন আলমের স্ত্রী স্বর্ণা বেগম (২৮)।

নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, শাহীন আলম বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তার বাড়িতে অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ সময় শাহীন কৌশলে পালিয়ে গেলেও মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে শাহীনের মা ও স্ত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর