ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) সাধারণ সম্পাদক কমরেড ডাঃ এম এ সামাদ আজ বিকালে কমলাপুর এলাকায় নির্বাচনী জনসংযোগ কালে বলেন বড় বড় মার্কা ওয়ালাদের লুটপাট দূর্নীতির কারনে জনগন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মাছ মার্কার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে বিজয় নিশ্চিত আসবে।
 তিনি বলেন ডেঙ্গু – ধর্ষন – খুন- জুয়া – মাদক – সীমাহীন দূর্ণীতি, এটা ঢাকা শহরের নিত্য দিনের সঙ্গী বিগতবছর গুলোর তুলনায় ১৮ সালে এই সব নৈরাজ্য ছিলো আকাশ ছোঁয়া, বার বার এই সব অনিয়ম খুন ধর্ষন মাদকের রাজত্ব।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কাসবাদী) এর সাধারন সম্পাদক শ্রেণী সংগ্রামের আপোষহীন লড়াকু সৈনীক গনমানুষের বন্ধু কমরেড ডাঃ এম এ সামাদ যিনি ৩০শে জানুয়ারি ঢাকা দক্ষিন সিটি নির্বাচনে গনফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী, আসন্ন সিটি নির্বাচনে “মাছ” প্রতীক নিয়ে অন্য প্রার্থীদের সাথে প্রতিদন্দিতা করছেন, আজ সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাতকারে কমরেড ডাঃ এম এ সামাদ বলেন, এই ঢাকা শহর আজ অভিসপ্ত নগরীতে পরিনত হয়েছে, ঢাকার চাকা পরিচালিত হয় বিজনেসম্যানদের হাতে, যারা মেহনতি দিনমুজুর সাধারন জনগনের কথা বলতে চায় তাদের  স্থান হয় জেলখানা, মিথ্যা মামলা সহ বিভিন্ন হয়রানির শিকার হতে হয়,
অপরিকল্পিত নগরায়নের জন্য বার বার অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হচ্ছে
 আমাদের স্বপ্নের রাজধানী ঢাকা, বিভিন্ন কারখানাতে আগুন লেগে নিহত হচ্ছে আমাদের শ্রমিক ভাই বোন রা, এই নির্বাচনকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই রাজপথে নেমেছেন,
তিনি ভোটারদের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন “মাছ” প্রতীকে ভোট দিয়ে তাকে মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম ও অধিকার আদায়ের লড়াইকে আরো শক্তিশালি করার সুযোগ দিতে।