দর্পণ ডেস্ক : অভিনয় থেকে সম্প্রতি রাজনীতির ময়দানে অভিষেক হয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর। এতদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সিনেমার কাজে হাত দেওয়া হয়ে উঠেনি এ তারকার। সম্প্রতি তিনি তার নতুন সিনেমা নিয়ে উঠে পড়ে লেগেছেন। ছবির নাম ‘ড্রাকুলা স্যার’।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘ড্রাকুলা স্যার’ এ মিমির বিপরীতে অভিনয় করবেন অনির্বাণ। নিঃসন্দেহে বলা যায় দর্শকদের কাছে এটি বড় খবর। কারণ এর আগে এই দুই তারকাকে পর্দায় একসঙ্গে কখনও দেখা যায়নি।

মিমিকে শেষ বারের মতো দেখা গিয়েছিল ‘মন জানে না’ ছবিতে। দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ফ্লোরে ফেরার অনুভূতি প্রসঙ্গে মিমি বলেছেন, ‘মনে হচ্ছে, ঘরে ফিরলাম। আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড।’

দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ড্রাকুলা স্যার’-এ এক বিধবা নিঃসঙ্গ, বিষন্ন নারী চরিত্র মঞ্জরীর ভূমিকায় দেখা যাবে মিমিকে এবং এক প্রাথমিক স্কুলের শিক্ষক রক্তিমের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।