দর্পণ ডেস্ক : নান্দনিক ব্যাটিং ও ক্রিকেটীয় শটে চোখ জুড়ানো ব্যাটিংয়ে নজর কেড়েছেন বাবর আজম। সময়ের অন্যতম সেরা এই ব্যাটার গড়েছেন নতুন রেকর্ড। টি-টোয়েন্টিতে দ্রুততম ৭ হাজার রান করার পথে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে।
নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফেরায় পাকিস্তানি ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ঘরোয়া আসরে। পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপেই নতুন মাইলফলকে বাবর। সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। ১৮৭ ইনিংস খেলে ৭ হাজার টি-টোয়েন্টি রান হলো বাবরের। ১৯২ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে আগের রেকর্ড ছিল টি-টোয়েন্টির তারকা খেলোয়াড় ক্রিস গেইলের। এছাড়া ২১২ ইনিংসে ৭ হাজার করেন বিরাট কোহলি, ২২২ ইনিংসে অ্যারন ফিঞ্চ, ২২৩ ইনিংসে ডেভিড ওয়ার্নার। ৬ হাজার ছুঁতে বাবরের লেগেছিল ১৬৫ ইনিংস। ১৬২ ইনিংস খেলে ৬ হাজার করে সেখানে দ্রুততম গেইল। টি-টোয়েন্টিতে ৬টি সেঞ্চুরিও হয়ে গেছে বাবরের। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখনই উঠে এসেছে চারে। টি-টোয়েন্টিতে দ্রুততম এক ও দুই হাজার রানের রেকর্ডও বাবরের দখলে। এছাড়া এশিয়ান ব্যাটারদের মধ্যে দ্রততম তিন, চার ও ছয় হাজার রান করার কীর্তি গড়েছেন বাবর।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.