দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের জাতিসংঘের অধিবেশনে গিয়ে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে অংশ নিয়ে আমি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক বিষয়ে মনোযোগ ও সহযোগিতা কামনা করেছি। সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর নিয়ে সোমবার বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যা ও এর স্থায়ী সমাধানের বিষয়টা ব্যাপকভাবে আলোচিত হয়। যা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মূল বিষয়গুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল। বিশেষত কোভিড ১৯ টিকার সার্বজনীন প্রাপ্যতা। মহামারি থেকে টেকসই পুনরুদ্ধার সংক্রান্ত শীর্ষ সভাগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.