দর্পণ ডেস্ক : স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করা শিনজো অ্যাবের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ইয়োশিহিদি সুগা। এক বছরের মাথায় গতকাল (শুক্রবার) উত্তরসূরির হাতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ নানা বিষয়ে ক্রমাগত জনপ্রিয়তা হারানোর মুখে তিনি এ ঘোষণা দেন। এমন কী বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক আয়োজন করার সাফল্যও তার জনপ্রিয়তায় ভাটার টান ঠেকাতে পারেনি। তার পদত্যাগের ঘোষণায় নতুন করে প্রধানমন্ত্রী নির্বাচন হবে না। তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সিদ্ধান্ত নেবে কে হবেন সুগার পরবর্তী প্রধানমন্ত্রী।
এ ব্যাপারে সামনে সপ্তাহে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা। তিনি বলেন, ২৯ সেপ্টেম্বরে দলের শীর্ষ নেতা পদের ভোটে লড়তে চান না। সেই নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন সুগা।
করোনা ভাইরাসের ভয়াবহতায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। অনেকেই এজন্য অলিম্পিক আয়োজনকে দুষছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.