দর্পণ ডেস্ক : আফগানিস্তানের পাঞ্জশিরে ব্যাপক সংঘর্ষের পর গতকাল শুক্রবার উপত্যকাটি নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। তবে এই দাবিকে পুরোপুরি মিথ্যা বলেছেন পাঞ্জশিরের তালেবানবিরোধী নেতা আহমেদ মুসা। তালেবানের তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জশির দখলে নেয়ার দাবি করে এক তালেবান কমান্ডার বলেন, আল্লাহর কৃপায় পানশিরসহ সমগ্র আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে। পাঞ্জশির দখলের দাবি করে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিজয় উল্লাস করেছে তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পানশিরের পতন’ উল্লেখ করে ব্যাপক প্রচারও চালানো হয়েছে।
এদিকে পাঞ্জশির অবস্থানরত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ এক টুইটে পাঞ্জশির দখলের দাবি প্রত্যাখান করেছেন। তিনি বলেন, আমি এখনো পাঞ্জশিরেই আছি। তালেবান আমাদের ঘিরে রাখায় কঠিন পরিস্থিতিতে থাকলেও আমরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। আমাদের এ প্রতিরোধ চলবেই, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত দেশের সম্মান রক্ষার্থে লড়াই চালিয়ে যাবো। পাঞ্জশিরের তালেবানবিরোধী নেতা আহমেদ মুসা বলেছেন, তালেবানের পাঞ্জশির দখলের খবর প্রচার করছে মূলত পাকিস্তানি মিডিয়া, যা পুরোপুরি মিথ্যা।
পাঞ্জশির কাবুলের অদূরে দেশটির ছোট প্রদেশগুলোর একটি। এখন পর্যন্ত তালেবান নিয়ন্ত্রণে না যাওয়া একমাত্র প্রদেশ। দেড় দুলাখ জনসংখ্যার এই প্রদেশটি অতীতেও তালেবান বিরোধীদের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.