দর্পণ ডেস্ক : এক গানেই রাতারাতি তারকা বনে যান রানু মণ্ডল। রানাঘাট স্টেশন থেকে বলিউডে পারি জমান তিনি।
এবার তার জীবন কাহিনি উঠে আসবে সিনেমার পর্দায়। রানু মণ্ডলের বায়োপিক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা হৃষীকেশ মণ্ডল। এতে রানু মণ্ডলের চরিত্রে দেখা যাবে বাঙালি অভিনেত্রী ইশিকা দে-কে।
বাংলাতেই বায়োপিকটি নির্মাণের কথা ভেবেছিলেন পরিচালক হৃষীকেশ। পরে অবশ্য হিন্দিতেই বায়োপিকটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বায়েপিকের নাম দেওয়া হয়েছে ‘মিস রানু মারিয়া’।
পরিচালক হৃষীকেশ জানান, ‘আসছে নভেম্বর মাসে ‘মিস রানু মারিয়া’র শুটিং শুরু হতে পারে। এতে একাধিক গান থাকবে। সংগীত পরিচালনার দায়িত্বে সুরজিৎ, সিধু ও নীলাকাশ। ’
শোনা যাচ্ছে, সিনেমাটির শুটিং ও অনান্য কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে চান নির্মাতা হৃষীকেশ। এরপর আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে বায়োপিকটি মুক্তির পরিকল্পনা রয়েছে তার। আবার রানাঘাটের বাড়িতে ফিরেছেন রানু মণ্ডল। স্থানীয় কিছু মানুষ ও ক্লাবের সাহায্যে দিন চলে তার। বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছিলেন পরিচালক হৃষীকেশ মণ্ডল।