অনলাইন ডেস্ক :
মা শ্রীদেবী অনেকের কাছেই ছিলেন স্টাইল আইকন। মেয়ে জাহ্নবিও কিছু কম নন। কিন্তু সম্প্রতি তার একটি পোশাক নিয়ে তুমুল আলোচনা চলছে।
কী পোশাক পরেছিলেন জাহ্নবি? কেন তার পোশাক নিয়ে এত আলোচনা?
আসলে জাহ্নবি যে পোশাক পরেছিলেন, তা দেখে মনে হচ্ছিল, জাহ্নবি টপ পরেছেন। কিন্তু তার নিচে কোনও পোশাক পরেননি!
কিন্তু আসল ঘটনা আদৌ তা নয়। জাহ্নবির টপের নিচে ঢাকা পরে গিয়েছিল তার শর্টস। আর তাতেই ওয়েব অডিয়েন্সের তোপের মুখে পড়েছেন তিনি।
কেউ লিখেছেন, ‘ও! বেচারি তাড়াহুড়োয় জিনস পরতে ভুলে গিয়েছে।’ আবার কেউ লিখেছেন, ‘কেউ একে কাপড় কিনে দিন।’
সমালোচনা যেমন রয়েছে, অন্যদিকে জাহ্নবির প্রশংসাও করেছেন অনুরাগীদের একটা বড় অংশ। কেউ লিখেছেন, ‘আমার ওর পোশাক পছন্দ হয়েছে।’ কেউ আবার লিখেছেন, ‘ও খুব সুন্দর এবং আকর্ষণীয়।’
এখনও পর্যন্ত ফ্যাশন সেন্স নিয়ে তোপের মুখে পড়েননি জাহ্নবি। এই প্রথম ব্যতিক্রম। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শ্রীদেবী-কন্যা।