অনলাইন ডেস্ক : স্পেনের নতুন মন্ত্রিসভার ১৭টি পদের ১১টিতেই নারীদের মনোনয়ন দেয়া হয়েছে। দেশটির গণমাধ্যম যেটাকে নারীবাদী মন্ত্রিসভা হিসেবে আখ্যায়িত করছে।

বিবিসি জানিয়েছে, পুরুষ অনুপাতে নারীর এ হার ইউরোপের সরকারগুলোর মধ্যে সর্বোচ্চ।

নিজস্ব রীতির নারীবাদী হিসেবে খ্যাত দেশটির সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই অবস্থান আগের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সম্পূর্ণ বিপরীত।

গত সপ্তাহে ক্ষমতাচ্যুত রাখয়ের মন্ত্রিসভায় পুরুষদের আধিক্য ছিল।

নতুন সরকারে প্রতিরক্ষা, অর্থনীতি, ব্যয়সঙ্কোচন ও শিক্ষার মতো গুরুদায়িত্ব সামলানোর ভার দেয়া হয়েছে নারীদের। সাবেক নভোচারী পেদ্রো দুকুকে দেয়া হয়েছে বিজ্ঞান মন্ত্রণালয়।

স্পেনের গণমাধ্যম দলের সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনের বাইরের অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত নতুন এ মন্ত্রিসভাকে নারীবাদী মন্ত্রিসভা হিসেবে অভিহিত করছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সানচেজ বলেছেন, নতুন সরকার এমন ব্যক্তিদের নিয়ে হচ্ছে যারা আধুনিক ও ইউরোপপন্থী প্রগতিশীল সমাজ সম্পর্কে সমদৃষ্টিভঙ্গি সম্পন্ন।