দর্পণ ডেস্ক : চেন্নাই সুপার কিংসের ১৩ জন সংক্রমিত হওয়ার পরে আইপিএলের সবদলের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। অনেক দলেই প্রশ্ন উঠেছে, বিদেশি ক্রিকেটারেরা খেলতে আসবেন তো?
সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা কেন উইলিয়ামসন বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছেন, তিনি দুবাই আসছেন। বৃহস্পতিবারই রওনা দিচ্ছেন। কিন্তু তিনিও চিন্তিত চেন্নাই শিবিরে সংক্রমণ ছড়ানো নিয়ে।
নিউজিল্যান্ডের এক রেডিও চ্যানেলে সাক্ষাৎকারে উইলিয়ামসন আশঙ্কা প্রকাশ করেছেন এবারের দুবাই যাত্রা নিয়ে। তিনি জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতা মেনেই এবার তিনি সানরাইজার্স শিবিরে যোগ দেবেন।
উইলিয়ামসন বলেন, চেন্নাই শিবিরে সংক্রমণের খবর পেয়েছি। সত্যি খুব ভয় আর উদ্বেগজনক বিষয়। সংক্রমণ ধরা পড়েছে, এ খবর কেউ শুনতে চায় না। আশা করি, এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যাবে সবাই।