দর্পণ ডেস্ক : করোনার সময় সবকিছু স্তব্ধ হয়ে যায়। মালয়েশিয়া থেকে দেশে ফিরেই পুরোদমে কাজ শুরু করেছিলেন ফারিয়া শাহরিন। দেশে ‘নিও নরমাল’ জীবনযাত্রায় কাজ শুরু হলে ফারিয়াও শুরু করেন কাজ। ঈদে বেশ ক’টি নাটকে কাজ করেছেন।

এবার একসঙ্গে দুই বিজ্ঞাপনে কাজ করলেন মডেল ও অভিনেত্রী ফারিয়া। বিজ্ঞাপন দুটি হচ্ছে প্রাণ ফ্রুটো ড্রিঙ্কস এবং ভিশন স্মার্ট টিভির।

বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন নাফিজ রেজা ও মাসুদ জাকারিয়া সাবিন। এতে ফারিয়ার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া ও এফ এস নাঈম প্রমুখ।