দর্পণ ডেস্ক : বলিউডের অনেক তারকাই অভাবগ্রস্তদের সহযোগিতার জন্য নানা উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ভারতের মহারাষ্ট্রের পাথাড়ি ও সাকুর নামে দুটি গ্রামের দায়িত্ব নিলেন। এই গ্রামে যারা অপুষ্টিতে ভুগছেন তাদেরকে আগামী ৩ বছর খাবার সরবরাহ করবেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
জ্যাকুলিন বলেন, দুটি গ্রামের ১৫৫০ জন বাসিন্দা এই প্রজেক্টের আওতাভুক্ত। শিশুসহ অপুষ্টিতে ভোগা নারী-পুরুষ এ তালিকায় রয়েছেন। তাদেরকে নিয়ে সচেতনতামূলক সেশনও অনুষ্ঠিত হবে। নবজাতকদের যত্ন নেয়ার জন্য ১৫০ নারীকে নিয়োগ করার পরিকল্পনা করেছি, আর তাদেরকে ট্রেনিং দেয়ার জন্য ৭ জন ফ্রন্টলাইন ওয়ার্কার রয়েছেন। পরিকল্পনা আছে, ২০টি পরিবারের স্বাস্থ্যের ওপর নজর রাখার, সেই সঙ্গে তাদের অপুষ্টি দূর করার জন্য খাদ্যসামগ্রী সরবরাহ করার। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা বাবা-মা আমাকে দিয়েছেন। আর এই প্রকল্প হাতে নেয়ায় তারা আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন।