‌‌‌দর্পণ ডেস্ক : প্রথমে লিড নিয়েও ধরে রাখতে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে জার্মানির কোলনে ইউরোপা লীগের এক লেগের সেমিতে রেড ডেভিলদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেভিয়া। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইউনাইটেডকে দ্বিতীয়বার বিদায় করল সেভিয়া। স্প্যানিশ ক্লাবটি ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকে বিদায় করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।

চলতি মৌসুমে লীগ কাপ, এফএ কাপ ও ইউরোপা লীগ-এই তিন আসরের সেমি থেকে বাদ পড়ল ম্যানইউ। ফলস্বরূপ ৩১ বছর পর টানা তিন মৌসুম শিরোপাহীন কাটলো রেড ডেভিলদের।

ম্যাচের নবম মিনিটে সফল স্পটকিক থেকে ইউনাইটেডকে এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ২৬তম মিনিটে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার সুসো। ম্যাচ শেষের ১২ মিনিট আগে গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ং।
রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপা লীগের ফাইনালে নাম লেখালো সেভিয়া। এর আগে খেলা সবগুলো ফাইনাল জিতে শিরোপা উৎসব করে দলটি।
এখন ষষ্ট শিরোপার আশায় সেভিয়া।