দর্পণ ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি অবসর নেওয়ার পর এখনও বিদায়ী অভিবাদন জানানো চলছে। বর্তমান অধিনায়ক বিরাট কোহলি বলছেন- চিরদিনই তুমি আমার অধিনায়ক থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা ভিডিও বার্তায় ভারত অধিনায়ক বলেছেন, ‘জীবনে অনেক মুহূর্ত আসে, যা ভাষায় বোঝানো যায় না। এটা সে রকমই একটা। তুমি সব সময় বাসের শেষ আসনে বসতে। খুব একটা কথা বলতে না। কিন্তু তোমার উপস্থিতি, ব্যক্তিত্বই অনেক কিছু বলে দিত।’

আবেগাপ্লুত কোহলি আরও বলেন, ‘আমাদের মধ্যে যেমন বোঝাপড়া ছিল, তেমনই বন্ধুত্ব। আর সেটা হয়েছে, কারণ আমরা একটা লক্ষ্য সামনে রেখেই খেলেছি। সেটা হল, দলের জয়। আমার জীবনের শুরুতে তোমার নেতৃত্বে খেলতে পারা একটা দারুণ অভিজ্ঞতা। তুমি আমার উপরে ভরসা রেখেছ, বিশ্বাস রেখেছ, যার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আগেও বলেছি, আবারও বলছি। তুমি চিরকাল আমার অধিনায়ক থাকবে।’