দর্পণ ডেস্ক : সিমোনা হালেপ এলিস মের্টেন্সকে সরাসরি সেটে হারিয়ে প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন ।

বিশ্বের দুই নম্বর এই নারী টেনিস খেলোয়াড় গত রোববার বেলজিয়ামের মের্টেন্সেকে ৬-২, ৭-৫ গেমে হারান। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ক্লে কোর্টে এটি তার প্রথম শিরোপা।

২৮ বছর বয়সী এই রোমানিয়ান তারকার এটি চলতি বছরের দ্বিতীয় শিরোপা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে গত ফেব্রুয়ারিতে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ্স জেতেন তিনি।

সব মিলে হালেপের ডব্লিউটিএ শিরোপা হলো ২১টি, এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে যা পঞ্চম সর্বোচ্চ।