দর্পণ ডেস্ক : মা হচ্ছেন মার্কিন পপ তারকা নিকি মিনাজ। খুব শিগিগরই তার প্রথম সন্তান পৃথিবী আলো দেখতে যাচ্ছে।
সুখবরটি নিকি মিনাজ নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ তোলা বেশকিছু ছবি শেয়ার করেছেন এই র্যাপার। ছবির ক্যাপশনে লেখেন, ‘গর্ভাবস্থায়’।
নিকি মিনাজ আরেকটি পোস্টে লেখেন, ভালোবাসা। বিয়ে। শিশু বহন। কৃতজ্ঞতার সঙ্গে আমি উচ্ছ্বাসিত। আমাকে শুভেচ্ছার জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
২০১৯ সালে নিকি মিনাজ আরেক র্যাপার কেন্নেথ পিটির সঙ্গে ঘর বাঁধেন। এর আগে দীর্ঘ সময় বন্ধুত্ব ছিল। তাদের সংসারে প্রথম সন্তান জন্ম নিতে যাচ্ছে। এজন্য তারা দুজনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিলবোর্ডে হট ১০০ গানের তালিকায় দু’বার শীর্ষ অবস্থান স্পর্শ করেছেন নিকি মিনাজ। বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা রয়েছে। তাকে সব সময় মঞ্চে খোলামেলা পোশাকে পরিবেশনার করতে দেখা যায়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.