দর্পণ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। ঐশ্বরিয়া নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এতে তিনি লিখেন- ‘সম্প্রতি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি, রেজাল্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মতো বাসায় কোয়ারেন্টাইনে রয়েছি। সবাই নিরাপদে থাকুন। মাস্ক পরুন, নিজের যত্ন নিন। খুব শিগগির আমার পরবর্তী আপডেট সবাইকে জানাবো।’
ঐশ্বরিয়ার আরেক পরিচয় তিনি ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা অর্জুন সরাজের কন্যা।
২০১৩ সালে তামিল ভাষার ‘পাতাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐশ্বরিয়ার। ২০১৮ সালে ‘প্রেমা বারাহা’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী।