দর্পণ ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি এ-র মতো সমস্ত ফুটবল লিগ। কিন্তু এবার আর কোনো তারকার হাতে ব্যালন ডি’অর সম্মান তুলে দেয়া হবে না। সেই ১৯৫৬ সাল থেকে হয়ে আসা অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়াল করোনা।

আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে সোমবার খবরটি নিশ্চিত করে বলা হয়েছে, চলতি বছরের অনেকখানি সময় মাঠে বল গড়ায়নি। তাছাড়া বিশ্বজুড়ে এখনও করোনার প্রকোপ রয়েছে। তাই সবদিক বিচার করেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের মতো হবে না মহিলা ফুটবলারদের পুরস্কৃত করার ব্যালন ডি’অর অনুষ্ঠানও।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‌’এই অদ্ভুত বছরটাকে হালকাভাবে নেয়া যাচ্ছে না। দু’মাস আগে থেকেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছিল। হঠাৎ করে নেয়া সিদ্ধান্ত নয়। তাছাড়া মৌসুমটা যেভাবে শুরু হয়েছিল, করোনার জন্য তা অনেকটাই বদলে যায়। নয়া আবহে নতুন নতুন নিয়মও চালু হয়েছে। অপ্রত্যাশিত একটা পরিস্থিতিতে তাই আলাদারকম সিদ্ধান্তও নিতে বাধ্য হয়েছি আমরা।’ এই বড় সিদ্ধান্তের কথা ফুটবলারদেরও আগে জানানো হয়নি। এদিন ঘোষণার পরই সকলে জানতে পারলেন বলে জানিয়েছে আয়োজকরা।

তাদের মতে, ‘সব পুরস্কারপ্রত্যাশীকে এক পাল্লায় মাপা যাচ্ছে না। কারণ, কারও কারও খেলার সুযোগই কম হয়ে গেছে। এমন অবস্থায় একটি ন্যায্য তুলনা আমরা কীভাবে করব? মাত্রাতিরিক্ত অনুমান ও পূর্বাভাস বিবেচনার চেয়ে সবচেয়ে কম খারাপ পথটিই আমরা অবলম্বন করলাম।’ বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার এবং সেরা তরুণ ও সেরা গোলরক্ষকের পুরস্কার না দিলেও জুরিরা বছরের সেরা একাদশ বাছাই করবেন বলে জানিয়েছে ব্যালন ডি অর কর্তৃপক্ষ।