দর্পণ ডেস্ক : বৃষ্টির পানি জমে রাজধানী ও আশপাশের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। অলিগলিসহ প্রধান সড়কগুলোতেও পানি জমে রয়েছে। ভারি বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে।

বৃষ্টির কারণে যান চলাচলও ব্যাহত হচ্ছে । ফলে ভোগান্তির মধ্যে পড়েছে অফিসগামী এবং শ্রমজীবী মানুষ। যারা রিকশা ব্যবহার করছেন, তাদের দুই থেকে তিন গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।

আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তাই দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।