অনলাইন ডেস্ক : জন্মের আগেই মৃত্যু! প্রকাশের আগেই বন্ধ হয়ে গেল আরও একটি জাতীয় দৈনিক। ওয়েজ বোর্ড অনুযায়ী সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসসহ পাওনা পরিশোধ না করেই বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে প্রকাশিতব্য দৈনিক ‘আমার দিন’ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সারাদিন রোজা রেখে সন্ধ্যায় বিনা নোটিশে প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন পত্রিকাটিতে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী। এ সময় খবর পেয়ে সেখানে ছুটে যান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্যান্য সাংবাদিক নেতারা। তারা ৮ম ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী সাংবাদিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবি জানান। পরে নেতৃবৃন্দের উপস্থিতিতে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাশিদ উন নবী বাবু ও ব্যবস্থাপনা সম্পাদক আহসান হাবিবকে রাতভর অবরুদ্ধ করে রাখা হয়।
এ প্রসঙ্গে ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ইত্তেফাককে জানান, ‘আমার দিন’ পত্রিকা অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। চলমান অচলাবস্থা নিরসনে পত্রিকাটির প্রকাশক এম এ খালেকের সঙ্গে আগামী রবিবার বিকালে ত্রি-পক্ষীয় বৈঠক হবে। ৮ম ওয়েজবোর্ড অনুযায়ী পাওনা পরিশোধ না করা পর্যন্ত সাংবাদিক-কর্মচারীরা লাগাতার পত্রিকা অফিসে অবস্থান করবেন বলে তিনি জানান।