অনলাইন ডেস্ক : বড় অন্যায় ঘটিয়ে ফেঁসে গেলেন বলিউড মহাতারকা সালমান খানের ভাই আরবাজ খান। সন্দেহ দানা বেঁধেছিল আগেই। প্রয়োজনীয় প্রমাণ জোগার করে মাঠে নামে পুলিশ। অবশেষে আজ শনিবার সকালে পুলিশি জেরার মুখে আইপিএল জুয়ায় জড়িত থাকার কথা নিজমুখে স্বীকার করে নিলেন আরবাজ খান। সালমান খানের ভাইয়ের এই স্বীকারোক্তিতে প্রবল আলোড়ন তৈরি হয়েছে দেশটির ক্রিকেট ও বলিউড অঙ্গণে। পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে বলিউডের আরও বেশ কিছু বড় নাম।
১৫ মে মুম্বাই থেকে চার বুকিকে গ্রেপ্তার করেছিল থানে পুলিশ। যার মধ্যে ছিল বুকি দলের প্রধাআন সোনু জালান। জেরার মুখে সোনু স্বীকার করে, আরবাজ খানও তাদের সঙ্গে আইপিএল জুয়া খেলায় জড়িত। আরবাজের সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে যোগাযোগ রয়েছে।তারপরই থানের অপরাধ দমন শাখা থেকে আরবাজকে ডেকে পাঠানো হয়। শনিবার সকালে সোনু ও আরবাজকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ।
জেরার মুখে ভেঙে পড়েন আরবাজ। স্বীকার করে নেন, আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে তিনি জড়িত ছিলেন। এছাড়া বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচেও জুয়া করার কথা স্বীকার করেন সালমানের ভাই। পুলিশ এও জানায়, জুয়া চক্রের সঙ্গে যুক্ত রয়েছে পাকিস্তানের এক নামী রাজনৈতিক নেতাও!
জানা গেছে, আইপিএল জুয়ায় ২ কোটি ৮০ লাখ রুপি হেরে গেছেন আরবাজ। সেই টাকা আদায়ের জন্য বুকি সোনুর কাছ থেকে হুমকি ফোনও পাচ্ছিলেন বলিউড তারকা। সোনুর সঙ্গে আন্তর্জাতিক ডন দাউদের যোগাযোগ রয়েছে বলে দাবি করছে পুলিশ। জেরার মুখে সোনু আরও বুকি দলের আরেক প্রধানের কথাও জানিয়েছে। সেই ব্যক্তি ভারতে ‘জুনিয়র ক্যালকাটা’ ছদ্মনামে জুয়া চক্র চালিয়ে থাকে।