শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ২য় সম্প্রচার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমকর্মী আইন শিগগিরই সংসদ অধিবেশনসহ মন্ত্রিসভায় তোলা হবে।
তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়া বিকাশে মূল গণমাধ্যম এখন চ্যালেঞ্জের সম্মুখীন। গণমাধ্যমকে টিকিয়ে রাখা ও ভবিষ্যত হুমকি থেকে রক্ষায় সরকার বদ্ধ পরিকর।
এছাড়া, ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড করার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।