দেশের পাঁচ জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সড়কে প্রাণ ঝরেছে ১৯ জনের। বৃহস্পতিবার দিবাগত রাত ও আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী, ঢাকার সাভার ও ময়মনসিংহ জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
ব্রাহ্মণবাড়িয়া : বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে হতাহত সবার বাড়িও নারায়ণগঞ্জ জেলায়।
হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত ও আরও ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া।
আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফেনী : ফেনীর সোনাগাজীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সোনাগাজী সড়কের মতিগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. আজিজুল হক সাহেদ (২৫) ও একই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে জিয়া উদ্দিন বাবলু (২২)।
সাভার : ঢাকার সাভারে ট্রাকচাপায় আকাশ আহমেদ নামে (২২) শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বাকিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম