পিরোজপুর সফর বাতিল মন্ত্রী রেজাউলের

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের পর বিচারক প্রত্যাহারের ঘটনায় দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে তাদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল সমাবেশও পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন। এমন পরিস্থিতিতে পিরোজপুর সফর বাতিল করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সাংসদ শ ম রেজাউল করিম। বুধবার ও বৃহস্পতিবার পিরোজপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মন্ত্রী শ ম রেজাউল করিমের। 

গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রীর একান্ত সচিব আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয়ের সফর বাতিল করা হয়েছে।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম