প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর থেকে ইরফান খান, বলিউড তারকাদের অনেকেই হলিউডে নাম লিখিয়েছেন। প্রিয়াঙ্কা রীতিমতো দাপিয়ে কাজ করছেন সেখানে। এবার সেই তালিকাতেই সম্ভবত সংযোজন হতে চলেছে সদ্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়া এই নায়কের নাম।
‘গার্স’-এর সঙ্গে যুক্ত হওয়ায় হলিউডের একাধিক ছবির প্রস্তাব পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির ভারতের ম্যানেজার অমৃতা সেন। পাশাপাশি হলিউড প্রযোজক, পরিচালকদের কাছে হৃতিকের কর্ম দক্ষতার কথা তুলে ধরবে প্রতিষ্ঠানটি।
দুই দশকের ক্যারিয়ারে রাকেশ রোশনের পুত্র হৃতিক রোশন বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। মাঝে পারিবারিক ঝামেলায় থাকলেও গত বছর ‘ওয়ার’ এবং ‘সুপার ৩০’ ছবির মাধ্যমে ফের দর্শকের চমক দিয়েছেন।