অনলাইন ডেস্ক : রাজধানীর পুরানা পল্টন এলাকায় বন্ধু আবাসিক হোটেলে মামুন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় জাবেদ (২৭) নামে আরেকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
হোটেল ম্যানেজার মো. হাসান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মামুন ও জাভেদ নামে দুই যুবক হোটেলে এসে ৫ম তলার ৫০৫ নম্বর ভাড়া নেন। তারা জানায় তাদের বাড়ি নোয়াখালী। রাতে তাদের কোনো সাড়াশব্দ ছিল না। বুধবার ভোরে ওই কক্ষ থেকে হোটেলের ব্যবস্থাপককে ফোন দেন তাদের একজন। আকুলভাবে বলেন, ‘আমাদের বাঁচান, আমরা চরম অসুস্থ!’ পরে দ্রুত তাদের কক্ষে প্রবেশ করেন হোটেলের লোকজন। একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। আরেকজনকে পেট চেপে ধরে কাতরাতে দেখা যায়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে সাড়ে ৯টায় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।