অনলাইন ডেস্ক : ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই একটি প্রতিষ্ঠান বা সংগঠনের যাবতীয় তথ্য জানা সম্ভব। এবার এই সেবার আওতায় এলো চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

১৫ মে শিল্পী সমিতির উপদেষ্টা মণ্ডলীসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতে বিএফডিসিতে শিল্পী সমিতির ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন-চিত্রনায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, রোজিনা, মিশা সওদাগর, ফেরদৌস, জায়েদ খানসহ অনেকে।

সম্প্রতি এক বছর পূর্তি উদযাপন করেছে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। নতুন এই কমিটিতে সভাপতি হিসবে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান দায়িত্ব পালন করছেন।এরপর সমিতির সিনিয়র শিল্পীদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

ওয়েবসাইট চালু ছাড়াও শিল্পীদের সুবিধার জন্য এরই মধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে শিল্পী সমিতি। শিল্পীদের ডিজিটাল কার্ড প্রদান, সমিতির অবকাঠামোগত উন্নয়ন করা, চিকিৎসা সেবায় শিল্পীদের ডিসকাউন্টসহ বেশ কিছু কার্যসম্পাদন করে এই কমিটি।