দর্পণ ডেস্ক : আরব লিগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত মধ্যপ্রাচ্য পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। জোটটি বলেছে, এতে ফিলিস্তিনি জনগণের ন্যূনতম অধিকার ও প্রত্যাশার কথাও বিবেচনায় নেয়া হয়নি। শনিবার মিসরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠকের পর এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে সহায়তা না করার সিদ্ধান্ত নেয় আরব দেশগুলোর জোটটি। পাশাপাশি ইসরাইলকেও তা বাস্তবায়ন না করায় আহ্বান জানানো হয়।

গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্য পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরাইলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না।

শনিবার আরব লিগের বৈঠকের পর এক বিবৃতিতে ১৯৬৭ সালের যুদ্ধের আগের সীমান্তের ভিত্তিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেয়া হয়েছে। ওই যুদ্ধের পর পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল।