দর্পণ ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে এসেছিলেন ১৪তম বাছাই হিসেবে। ছিল না গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলার অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ‘অনভিজ্ঞ’ সোফিয়া কেনিন প্রথমবার গ্র্যান্ড স্লামে বাজিমাত করলেন। মেলবোর্নে ফাইনালে তিনি হারান দুইবারের গ্র্যান্ড স্লাম (ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন) চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা গারবিন মুগুরুজাকে। দুই ঘণ্টা ৩ মিনিটের লড়াইয়ে সাবেক নাম্বার ওয়ানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের তারকা সোফিয়া কেনিন জয় পান ৪-৬, ৬-২, ৬-২ গেমে। ২১ বছর ৮০ দিন বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন কেনিন। তার আগে কম বয়সে ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন মারিয়া শারাপোভা। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে সেরেনা উইলিয়ামসের পর সবচেয়ে কম বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েছেন কেনিন।
২০০২ সালে তার চেয়ে কম বয়সে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সেরেনা।
মেলবোর্ন পার্কে মেয়েদের ফাইনালে প্রথম সেট যারা জেতেন শিরোপা ওঠে তার হাতেই। ২০১৪ সাল থেকে চলে আসা এই রীতি ভাঙলেন সোফিয়া কেনিন। গতকালের ফাইনালে প্রথম সেটে ৬-৪ গেমে হেরে গেলেও পরের দুই সেটে অভিজ্ঞ গারবিন মুগুরুজাকে কোন সুযোগ দেননি সোফিয়া কেনিন। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পর সোফিয়া কেনিন বলেন,‘অবশেষে আমার স্বপ্ন সত্যি হয়েছে। স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি বর্ণনা করার মতো নয়। এই দুই সপ্তাহে আমি জীবনের সেরা সময়টা কাটালাম।’