দর্পণ ডেস্ক : শেষ ওভারে জয়ের জন্য ২১ রান প্রয়োজন। শার্দুল ঠাকুরের চার বলে ২ ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ড শিবিরে আশা জাগালেন ইশ সোধি। তবে শেষ দুই বলে এলো মাত্র এক রান। তাতে ৭ রানে হেরে ভারতের কাছে ৫-০তে হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫৬/৯-এ থামে নিউজিল্যান্ড। ১১ ব্যাটসম্যানের মধ্যে টিম সেইফার্ট-রস টেইলর হাঁকান ফিফটি। মার্টিন গাপটিল করেন ১৫। বাকিরা কেউই ডাবল ফিগারে যেতে পারেননি। এ ম্যাচেও কিউই ব্যাটিং ইনিংসের শেষ দিকে ধস নামে।
মাত্র ১৪ বলের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। অথচ চতুর্থ উইকেটে টিম সেইফার্ট-রস টেইলের ৯৯ রানের জুটিতে একটা সময় জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। ১৭/৩ থেকে কিউইদের ১১৬ পর্যন্ত নিয়ে যান উইকেটরক্ষক সেইফার্ট। ৩০ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫০ রান করেন তিনি। কিন্তু পরের ব্যাটসম্যানরা টেইলরকে সঙ্গ দিতে পারেননি। ১৮তম ওভারে কিউইদের শেষ ভরসা টেইলরও বিদায় নেন। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচে ৫৩ রানের ইনিংস খেললেন তিনি। তবে দিনশেষে নায়ক জসপ্রিত বুমরাহ। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১২ রানে ৩ উইকেট নেন বুমরাহ। নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুরের শিকার ২টি করে উইকেট। ম্যাচসেরা হন বুমরাহ।
অধিনায়কের দায়িত্ব নিয়ে ব্যাট হাতে ৪১ বলে ৬০ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। লোকেশ রাহুলের ৩৩ বলে ৪৫ আর শ্রেয়াস আইয়ারের ৩৩* রানের সুবাদে ১৬৩/৩ সংগ্রহ করে ভারত। নিউজিল্যান্ডের হয়ে স্কট কুগেলাইন নেন ২ উইকেট।