দর্পণ ডেস্ক : পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৭-১২ ডিসেম্বর ২০১৯ উপলক্ষে মঙ্গলবার ভালুকায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কার্যালয় হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহদী হাসান খান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরাম উল্লাহ, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুকসুদ আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক লুৎফর রহমান ও হিমেল সরকার প্রমুখ।