দর্পণ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা।
মঙ্গলবার সকাল ১১টায় থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে বাংলাদেশ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম নেত্রকোনা জেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে তাদের ন্যায়সঙ্গত দাবির যুক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের সভাপতি মাজহারুল হক পলাশ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদস্য আমীর সিরাজী ও মমতাজ পারভীন প্রমুখ। পরে শিক্ষক ফোরামের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।