দর্পণ ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তির ওপর প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দাসিয়ারছড়ার কমিউনিটি রিসোর্স সেন্টারে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সার্বিক ব্যবস্থাপনায় ৩০ বিঘা জমিতে গম চাষের জন্য বারি গম-২৫ ও ২৮ জাতের ১২০০ কেজি বীজ ও চাষাবাদের জন্য ১৮৯ কেজি ইউরিয়া , ১২৬০ কেজি টিএসপি, ১০৫০ কেজি এমওপি, ১০৫০ কেজি জিপসাম, ১২০ কেজি দস্তা, ৭০ কেজি বরিক এসিড, ১৪০ কেজি ফুরাটন বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সাবেক বিএডিসি কর্মকর্তা আব্দুল জলিল সরকার, বাংলাদেশ গম ও ভুট্ট গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আউয়াল, ড. বদরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুর আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান শাহ, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ, কৃষক পারভেজ রুবেল, নুর আলম, নজরুল ইসলাম প্রমুখ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.