গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহর ৪নং ওয়ার্ড আ’লীগের
খালেক সিকদারকে সভাপতি ও মো. গোলাম রাব্বানী শামিমকে সাধারণ সম্পাদক করে
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় পৌরসভা মিলানায়তনে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ
কমিটি ঘোষনা করেন। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সাংগঠনিক
সম্পাদক মনজুরুল ইসলাম, পৌরশহর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র
হাওলাদার, পৌরশহর আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ শহিদুল আলম, উপজেলা
আওয়ামী লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।