দর্পণ ডেস্ক : গোল্ডেন লেহঙ্গার সঙ্গে টমেটোর গয়নায় বেশ মানিয়েছেও কনেকে। কিন্তু হঠাৎ বিয়ের সাজে টমেটো কেন? সোনা-রূপা-হিরে কি কম পড়েছে? গলায়, কানে, হাতে, মাথায় শুধুই টমেটো!

গোটা ইন্টারনেটজুড়েই এখন শুধু টমেটো-চর্চা। লাল টমেটোর গয়নায় সাজা কনেও ভাইরাল।এমন টমেটো-কাণ্ড ঘটেছে পাকিস্তানের লাহোরে। আর খবর ছড়াতেই ক্যামেরা, বুম হাতে বিয়েবাড়িতে সটান পৌঁছে গেছেন সাংবাদিকরা। পাক সাংবাদিক নায়লা ইনায়েত তার টুইটার প্রোফাইলে এমন টমেটো-কনের ছোটখাটো সাক্ষাৎকারের ভিডিও আপলোড করে ফেলেছেন। ২ মিনিট ২০ সেকেন্ডের সেই ভিডিওতে এখনও অবধি টুইটারে ৩২ হাজার ভিউ, আর ফেসবুকে ১৩ লাখ ছাড়িয়ে গেছে।

তা হঠাৎ করে এমন টমেটোর গয়না কেন? সাংবাদিকের প্রশ্নে লজ্জা লজ্জা মুখ করে কনে জানিয়েছেন, কারণটা আর কিছুই না, যেভাবে সোনা ও টমেটোর দাম বাড়ছে, তাতে সোনার গয়নার বদলে টমেটোর গয়না পরলে বিশেষ কিছু যায় আসে কি? সোনা দুর্মূল্য, আর বলা বাহুল্য করাচিতে গত কয়েকমাস ধরে টমেটোও দুর্মূল্য। কাজেই কনের ভাষায়, সোনা আর টমেটোর সাজে খুব একটা ফারাক নেই। যৌতুকেও নাকি তাকে তিন ঝুড়ি টমেটো দেওয়া হয়েছে।

বস্তুত, পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েক সপ্তাহে করাচির বাজারে টমেটোর দাম আকাশছোঁয়া। কেজি প্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে টমেটো। আর পাইকারি বাজারে কেজিপ্রতি ২৪০-২৫০ টাকার নীচে টমেটোর দাম নামছেই না। হেঁসেল ঠেলতে জেরবার হতে হচ্ছে মানুষকে। শত অভিযোগ, অনুযোগেও এখনও অবধি এক পয়সা কমেনি টমেটোর দাম। সোশ্যাল মিডিয়ায় টমেটোর ক্রমাগত দাম বৃদ্ধি নিয়ে রীতিমতো ব্যঙ্গ-বিদ্রুপও শুরু হয়ে গেছে।

তবে এই কনেটি ঠিক ব্যঙ্গ করতে চাননি। দাম বৃদ্ধির বিরুদ্ধে এটা তার নীরব প্রতিবাদ। কনে জানিয়েছেন, তার আত্মীয়স্বজনরা বিশ্বের নানা দেশে ছড়িয়ে রয়েছেন। তাদের আর্থিক সামর্থ্য কম কিছু নয়। তবুও বিয়ের উপহারে তারা টমেটো, দামি বাদাম পাঠিয়েছেন। যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, তার বিরুদ্ধেই  জনমত গড়ে তুলতে এই প্রচেষ্টা।