দর্পণ ডেস্ক : ইতিহাস গড়া হলো না টাইগারদের। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচ হারল টাইগাররা। জিতলে এটি হতো টাইগারদের নতুন ইতিহাস।

সিরিজের প্রথম টি-২০ ভারতের বিপক্ষে সাত উইকেটের জয় পায় বাংলাদেশ। এরপর বাকি দুই ম্যাচে হেরে যায় টাইগাররা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের ফিফটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে স্বাগতিক ভারত। ১৭৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.২ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারত ইনিংস : ১৭৪/৫ (২০ ওভার)।
(রোহিত শর্মা ২, শিখর ধাওয়ান ১৯, লোকেশ রাহুল ৫২, শ্রেয়াস আয়ার ৬২, রিশাব পান্ত ৬, মনিশ পান্ডে ২২*, শিভব দুবে ৯*; আল-আমিন হোসেন ১/২২, শফিউল ইসলাম ২/৩২, মোস্তাফিজুর রহমান ০/৪২, আমিনুল ইসলাম ০/২৯, সৌম্য সরকার ২/২৯, আফিফ হোসেন ০/২০)।

বাংলাদেশ ইনিংস:
(লিটন দাস ৯, নাঈম শেখ ৮১, সৌম্য সরকার ০, মোহাম্মদ মিথুন ২৭, মুশফিকুর রহিম ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৮, আফিফ হোসেন ০, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ৪, মোস্তাফিজুর রহমান; খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর ০/৩৪, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ১/৪৩, শিভম দুবে ৩/৩০)।