দর্পণ ডেস্ক : ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল।

এদিন ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই সিটির জালে বল জড়িয়ে দেন লিভারপুলের ফ্যাবিনহো। গোলপোস্টের ২৫ গজ দূরে থেকে নেয়া তার শট ঠেকাতে পারেননি সিটি গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো। তবে গোলের বাঁশি বাজানোর আগে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বিপক্ষে হ্যান্ডবলের অভিযোগে ভিডিও রেফারির (ভিএআর) সহায়তা নেন রেফারি।

ম্যানচেস্টার সিটির আধিপত্য থাকলেও আক্রমণে দুর্দান্ত ছিল লিভারপুল। এর স্বাক্ষর রেখে প্রথম গোলের ৬ মিনিট পরেই অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিক দলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
সিটির ব্যর্থতার মাঝেই উল্টো ব্যবধান আরও বাড়িয়ে দেন লিভারপুলের সাদিও মানে। দ্বিতীয়ার্ধের বিরতির ৬ মিনিট পর জর্ডান হেন্ডারসনের নিখুঁত পাসে বিভ্রান্ত ব্র্যাভোকে পরাস্ত করেন সেনেগালিজ ফরোয়ার্ড।

শেষ বাঁশি বাজার ১২ মিনিট আগে এক গোল শোধ করেন বের্নান্দো সিলভা।